Site icon Jamuna Television

ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত

ফাইল ছবি

ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। একইসাথে ভোজ্যতেলের শুল্কও ৫ শতাংশ কমানো হয়েছে বলে জানান আজাদ মজুমদার।

এসময় তিনি আরও জানান, আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু হবে। মাইনাস টু নিয়ে এ সরকারের কোন পরিকল্পনা নেই। এ বিষয়ে সরকারের মধ্যে আলোচনা হয়নি বলেও জানান ডেপুটি প্রেস সেক্রেটারি।

/এমএইচ

Exit mobile version