Site icon Jamuna Television

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ।
শুক্রবার প্রথম দিনে ‘খ’ ও ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৮টি কেন্দ্রে নেয়া হচ্ছে পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়টির ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগের ১ হাজার ৪৪০ আসনের বিপরীতে ২৮ হাজার ৪০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী ২০ জন করে। আগামীকাল অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটের পরীক্ষা।

Exit mobile version