Site icon Jamuna Television

আবু বকরের নিহতের ঘটনায় আওয়ামী লীগ জড়িত নয়: ওবায়দুল কাদের

আবু বকরের নিহত হবার সাথে আওয়ামী লীগ কোনোভাবেই জড়িত নয়, ঘটনা বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে ঘটে থাকতে পারে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে, লাশের রাজনীতি নয়।

তিনি বলেন, জনগণই সব শক্তির উৎস, তাই জনমত পক্ষে থাকলে প্রশাসন কোন বিষয় নয়। বিএনপি যত অভিযোগই করুক না কেন শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। আর নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের আচারণবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

Exit mobile version