Site icon Jamuna Television

বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ, পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ সিইসির

বুড়িগঙ্গায় পাওয়া যশোর বিএনপির নেতা আবু বকরের লাশ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচনী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এরআগে বৃহস্পতিবার রাতে বুড়িগঙ্গা নদী থেকে যশোরের বিএনপি নেতা আবুবকরে লাশ উদ্ধার করে পুলিশ। এই নেতার মুক্তি দাবি করে গত রবিবার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলো বিএনপি।

এই  প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি  বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরে আসবে না ইসি। কয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে তার সিদ্ধান্ত হবে আগামীকাল।

সাধারণ নির্বাচনের ভোট ৩০ ডিসেম্বর। প্রিসাইডিং ও পোলিং অফিসারদের যারা প্রশিক্ষণ দেবে তারা নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা। তাদেরই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Exit mobile version