Site icon Jamuna Television

মুম্বাইয়ে পরিবারের সামনে যুবককে পিটিয়ে হত্যা

ভারতের মুম্বাইয়ে গাড়ি থেকে টেনে নামিয়ে পরিবারের সামনেই এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম আকাশ মইন। তিনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কর্মী।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শনিবার, সন্ধ্যায় পরিবারকে নিয়ে গাড়ি করে বেড়িয়েছিলেন আকাশ। পুষ্প পার্কের কাছে একটি অটো আকাশের গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আকাশের গাড়িতে ধাক্কা মারেন অটোচালক।

এই ঘটনার জেরে অটোচালক এবং আকাশের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়ের শেষে অটোচালক ঘটনাস্থল ছেড়ে চলে যান।

কিন্তু অটোচালক চলে যাওয়ার পরই তার পরিচিতরা আকাশকে ঘিরে ধরেন। আচমকাই আকাশকে মারধর করা শুরু করেন এক দল লোক। 

এ সময় আকাশের বাবা হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। আকাশকে হামলা থেকে বাঁচানোর জন্য তার মা মরিয়া চেষ্টা করেন।

হামলাকারীরা আকাশকে রাস্তায় ফেলে বুকে, পেটে, মুখে একের পর এক লাথি, ঘুষি চালান। এই হামলায় গুরুতর জখম হন আকাশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

/এআই

Exit mobile version