Site icon Jamuna Television

কিছুটা কমলেও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম

ভোক্তা অধিকারের কঠোর হুঁশিয়ারির পর বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। তবে সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যেও ডিম বিক্রি হচ্ছে না। আজ বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্রের দেখা মিলেছে।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। এতে প্রতি পিসের দাম পড়ছে ১৩ টাকা ৩৫ পয়সা। যদিও সরকার খুচরা পর্যায়ে দাম বেধে দিয়েছিল ১১ টাকা ৮৭ পয়সা।

বিক্রেতাদের অভিযোগ, বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এ নৈরাজ্য। তাই কঠোর নজরদারীর তাগিদ দিয়েছেন তারা।পাইকারদের দাবি, পিস প্রতি প্রায় দেড় টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি।

তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে।

এদিকে, ক্রেতারা বলছেন শুধু দাম বেধে দিলে হবে না। সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে কঠোর নজরদারী থাকতে হবে।

এর আগে, গত ২ দিন রাজধানীসহ বিভিন্ন জেলায় ডিমের আড়ত বন্ধ রাখে ব্যবসায়ীরা। গতরাত থেকে আবার সচল হলে জমে ওঠে তেজগাঁও এর আড়ত। ফলে রাজধানীতে ডিমের যোগান স্বাভাবিক হয়ে উঠেছে।

দোকানীরা দাবি করেছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে খুচরা পর্যায়ে দাম কমে আসতে শুরু করেছে। তাদের মতে মধ্যসত্বভোগীদের তদারকির আওতায় আনতে পারলে বাজার স্থিতিশীল হয়ে আসবে। এদিকে উত্তরের জেলাগুলোতে খামার পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ২৫ পয়সা দরে।

/এমএইচ

Exit mobile version