Site icon Jamuna Television

পাকিস্তানে চীনা কনস্যুলেটেরের বাইরে হামলা, নিহত ৫

পাকিস্তানের করাচিতে চীনের কনস্যুলেটের বাইরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কয়েক ঘণ্টার অভিযানে নিহত হয়েছেন ২ পুলিশ কর্মকর্তা ও তিন জঙ্গি।

এরইমাঝে, হামলার দায় স্বীকার করে নিয়েছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি।

পুলিশের ডিআইজি জাভেদ আলম জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ চীনা কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা চালায় বন্দুকধারীদের একটি দল। এসময়, গেটে থাকা সিকিউরিটি গার্ডরা বাধা দিলে ঘটানো হয় কয়েকদফা বিস্ফোরণ। রেড জোন হিসেবে পরিচিত এলাকাটিতে মুহূর্তেই পৌঁছে যায় পুলিশ ও রেঞ্জার্সদের বেশ কয়েকটি দল। বর্তমানে আত্মগোপনে থাকা বন্দুকধারীদের সাথে নিরাপত্তা সদস্যদের চলছে গোলাগুলি। আত্মঘাতী বিস্ফোরণের জন্য এক হামলাকারী শরীরে বোমা বেঁধে রেখেছে বলেও নিশ্চিত করে পুলিশ।

হতাহতদের জিন্নাহ্ পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে নেয়া হয়েছে।

Exit mobile version