Site icon Jamuna Television

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১৫

গোপালগঞ্জে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. শফিউদ্দিন খান।

তিনি বলেন, পূর্বশত্রুতা ও প্রভাব বিস্তারের জেরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিলো। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলমের সাথে এ নিয়ে বিরোধ চলছে বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমের।

এরই জেরে বুধবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কুসুমুদিয়া গ্রামে সংঘর্ষে জড়ায় তারা। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রের ব্যবহারে দুইপক্ষের কয়েকজন গুরুতর আহত হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version