Site icon Jamuna Television

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা নিয়ে যা জানা গেলো

যুদ্ধ কবলিত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ২০ অক্টোবর থেকে শুরু হবে ফ্লাইট। এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

তিনি জানিয়েছেন, প্রথম দিন ৩৫ থেকে ৪০ জনকে ফেরত পাঠানো হবে। পর্যায়ক্রমে দৈনিক দুটি ফ্লাইটের মাধ্যমে গড়ে ৩০ থেকে ৪০ জন প্রবাসী দেশে আসতে পারবেন।

অনিবন্ধিত প্রবাসীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, এ বিষয়ে দূতাবাসের ওয়েবসাইট ও ভিডিওবার্তার মাধ্যমে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।

এর আগে, দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের ফেরাতে যৌথ উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ৩০ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে স্থল হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলা জোরদারের পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় দেশটিতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি।

/এএম

Exit mobile version