Site icon Jamuna Television

মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ীদের গুলিতে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গুলিতে শানেমাজ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহতদের স্বজনরা জানান, রাজধানীর শনির আখরায় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন শাহনেওয়াজ। বুধবার রাতে মোহাম্মদপুরে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে আসলে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বুধবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে শানেমাজ নিহত হন। ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, গত দুই মাসে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

/আরএইচ

Exit mobile version