Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানে নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতের প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা কর দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, তালিকা নিরূপন করে পরবর্তিতে কেউ যোগ্য হলে তাদেরও সহায়তা দেয়া হবে।

এছাড়া চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়েও আলোচনার কথা জানানো হয় ব্রিফিংয়ে। পল্লীবিদ্যুতের আন্দোলনকারীদের সাথে আগামী সপ্তাহেই আলোচনা হবে বলে জানানো হয় উপদেষ্টা পরিষদের ব্রিফিংয়ে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, শিক্ষার্থীদের প্রশিক্ষন দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টে যুক্ত করার সুযোগ আছে বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

/এটিএম

Exit mobile version