Site icon Jamuna Television

পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি

ফৌজধারী মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেয়া হয়। পাশাপাশি তাদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেয়ার কথাও বলা হয়।

চার পুলিশ কর্মকর্তা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে, গত ১৫ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহকে আটক করে গোয়ান্দা পুলিশ (ডিবি)। শাহেন শাহ ও হাসান আরাফাত দীর্ঘদিন গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

/আরএইচ

Exit mobile version