Site icon Jamuna Television

বেপরোয়া যানের ধাক্কায় পা ভাঙলো ঢাবি উপাচার্য পুত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি দ্রুত গতির মোটরসাইকেল ব্যবহার করে মাঝে মাঝেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এবার বেপরোয়া যান চলাচলের ভুক্তভোগি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের পুত্র আশিক।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের সড়কে মোটরসাইকেলে থাকা উপাচার্য পুত্রকে দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার বাম পা ভেঙে যায়। প্রাইভেটকারটি অাটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান যমুনা নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান শাহবাগ থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।বিশ্ববিদ্যালয় থেকে কোনো অভিযোগ আসলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version