Site icon Jamuna Television

উগান্ডায় জেলে বন্দি মেয়ের জন্য জাতিসংঘে ভারতীয় বিলিয়নিয়ার

ভারতীয় বংশোদ্ভূত সুইস বিলিয়নিয়ার পঙ্কজ ওসওয়াল, যিনি ওসওয়াল গ্লোবাল গ্রুপের মালিক। তার ২৬ বছর বয়সী কন্যা বসুন্ধরাকে অবৈধভাবে উগান্ডায় বন্দি করে রাখা হয়েছে, এমন দাবি নিয়ে জাতিসংঘে গিয়েছেন এই ধনকুবের। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ফার্স্ট পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওসওয়াল দাবি করেছেন যে তার মেয়েকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ- গত ১ অক্টোবর থেকে পূর্ব আফ্রিকার দেশটিতে বিনা বিচারে আটক করা হয়েছে তার মেয়েকে।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বসুন্ধরা ওসওয়ালকে উগান্ডার ওসওয়ালের এক্সট্রা-নিউট্রাল অ্যালকোহল (ইএনএ) প্ল্যান্ট থেকে প্রায় ২০ জন সশস্ত্র লোক উঠিয়ে নিয়ে যায়।

গ্রেফতারের পূর্বে তারা কোনো ধরনের পরিচয় দেখায়নি। বসুন্ধরাকে একজন নিখোঁজ ব্যক্তির মামলায় আটক করা হয়েছিলো বলে অভিযোগ করেন বাবা ওসওয়াল।

গত ১ অক্টোবর থেকেই তাকে উগান্ডার জেলে আটকে রাখা হয়েছে। এই ঘটনার পেছনে ‘করপোরেট এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। 

/এআই

Exit mobile version