Site icon Jamuna Television

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মারা গেছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএসএমএমইউ’তে রয়েছে তার মরদেহ। সকাল ১১টায় শেষকৃত্যের জন্য সুজেয় শ্যামের মরদেহ নেয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে।

তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম জানান, ২০১৮ সাল থেকেই তার বাবা ক্যান্সারে ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মহান মুক্তিযুদ্ধে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম।

গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। সুজেয় শ্যামের সুর করা অন্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, সংগীতে অবদানের জন্যে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম। ২০১৮ সালে তাকে ‘একুশে পদক’ দেয়া হয়।

/এআই

Exit mobile version