Site icon Jamuna Television

আপনাকে নির্বাচনে ভোট দিয়েছি, আমার বিয়ের ব্যবস্থা করুণ!

ভারতের উত্তরপ্রদেশের স্থানীয় বিধায়ক (এমএলএ) এক পেট্রল পাম্পে যান গাড়ির ফুয়েল রিচার্জ করতে। সেখানে কর্মরত পেট্রল পাম্প কর্মী তাকে এক অদ্ভুত আবদার করে বসেন। সেই কর্মী চরখারির বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের সমর্থক-ও বটে। তাদের মধ্যে হওয়া কথোপকথন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে অনলাইনে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পেট্রল পাম্প কর্মী এমএলএ ব্রিজভূষণকে বলেন, নির্বাচনে আপনাকে ভোট দিয়েছি, তাই এবার বিয়ের ব্যবস্থা করে দিন। সমর্থকের এমন আবদার শুনে হতভম্ব ভারতের উত্তরপ্রদেশের স্থানীয় বিধায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট থেকেই এই মজার ভিডিওটি পোস্ট করেছেন বিধায়ক স্বয়ং।তিনি একটি পেট্রল পাম্পে তেল ভরার জন্য থামতেই এগিয়ে এসে অকপটে বিধায়ককে তার বিয়ের ব্যবস্থা করার আর্জি জানান ৪৪ বছর বয়সি অখিলেন্দ্র খারে।

/এআই

Exit mobile version