Site icon Jamuna Television

ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ১৪ দল

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ১৪ দল। নির্বাচন কমিশনে বৈঠক শেষে এই অভিযোগ করেন ১৪ দলের নেতারা।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ক্ষমতাসীন জোটের ১০ সদস্যের প্রতিনিধি দল বিকেলে নির্বাচন কমিশনে যায়। ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে চিঠি দিয়ে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাদের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় ১৪ দল। ভোটের সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির প্রতি আহবান জানান নেতারা।

Exit mobile version