Site icon Jamuna Television

লালনের গানে কোনও পরিবর্তন নয়: মৎস্য উপদেষ্টা

ফাইল ছবি।

ফকির লালন শাহর গানকে ধরে রেখে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। যারা লালনকে ভালোবাসেন তারা তার গানকেও ভালোবাসেন। তাই লালনের গানে কোনও পরিবর্তন নয়— এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার (১৮ অক্টোবর) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে লালনের তিরোধান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, শিশুরা লালনের গান শিখছে। তা যেন তারা ধরে রাখতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। লালনের গান গাইতে বড় কোনো শিল্পী নয় ভাবের দরকার। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালনের গান ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তারা বলেন, ফকির লালন শাহ সব সাধকের ওপরে ছিলেন। সমাজের সকল ক্ষেত্রে তাঁর বাণী বিদ্যমান।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, কবি ও দার্শনিক ফরহাদ মজহার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version