Site icon Jamuna Television

নাটোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে স্বপ্না বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপ্নার বাড়ি উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর কাজ করছিলেন স্বপ্না বেগম। এসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। স্বপ্নার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।

/এমএইচআর

Exit mobile version