Site icon Jamuna Television

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত

রাজধানীর চানখারপুল এলাকায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক স্বামী শফিউল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত এগারটার দিকে চানখারপুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে তাসমিয়া জাহান নামের এক গৃহবধু গুরুত্বর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্বামী শফিউল্লাহও আহত হন। হতাহতরা পুরান ঢাকার মালিটোলার বাসিন্দা। তাসমিয়ার মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় ময়লাবাহী ট্রাক ও চালক লিমনকে আটক কর হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

Exit mobile version