Site icon Jamuna Television

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম ব্যুরো:

শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডে হুট করে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর চট্টগ্রাম নগরীতে এই প্রথম দলটি বা তার অঙ্গসংগঠনের এই ধরনের মিছিল দেখা গেলো প্রকাশ্যে।

জানা যায়, এদিন দিবাগত রাত পৌনে একটার দিকে চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের আগে এসে মিছিলটি আচমকা শেষ হয়ে যায়। এতে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় একই সময়ে খুলশীর জাকির হোসেন রোড এলাকায়ও এমন মিছিলের খবর পাওয়া গেছে।

জামালখানে ছাত্রলীগের মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

/এমএন

Exit mobile version