Site icon Jamuna Television

সীতাকুণ্ডে যুবলীগ নেতা খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খান বারিয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

স্বজনরা জানান, ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে আত্মীয়ের বাড়িতে থাকতেন ফিরোজ। গতরাতে তাকে বাড়ির পাশের মাঠে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপর তাকে মারধর করা হয়।

এরপর ফিরোজকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএইচ

Exit mobile version