Site icon Jamuna Television

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল

ছবি: সংগৃহীত

বাড্ডা থানার আল আমিন হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। শনিবার (১৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো: আহসান হাবীব। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। শুনানিতে পুলিশ জানিয়েছে, পাঁচ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অভিযোগ তোলা হয়, এ ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী জড়িত। তার নির্দেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

তবে আনিসুল হকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই- বলে জানান আসামিপক্ষের আইনজীবী। বরং বারবার রিমান্ডে নিয়ে তার মক্কেলকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

/এনকে

Exit mobile version