Site icon Jamuna Television

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাত্রিযাপন নিষিদ্ধ না করার দাবি টোয়াবের

ফাইল ছবি

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত এবং রাত্রিযাপন নিষিদ্ধ না করার দাবি জানিয়েছে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

টোয়াবের প্রেসিডেন্ট মো. রাফেউজ্জামান বলেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত এবং রাত্রিযাপন নিষিদ্ধ করলে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা ভেঙে পড়বে। এ সময় পরিবেশ বা পর্যটন সংক্রান্ত নীতিমালা তৈরি দাবি জানান তিনি।

এছাড়া রাত্রিযাপন নিষিদ্ধ না করে কীভাবে দ্বীপটিকে পরিবেশবান্ধব রাখা যায়, দ্বীপটি যুক্তরাষ্ট্র, ভারত, চীন, মিয়ানমারসহ কোনো পরাশক্তির স্বার্থে ব্যবহৃত হতে না দেয়া, টেকনাফ থেকে জাহাজ চলাচলের উপযুক্ত পথ নির্ধারণ করাসহ বেশ কিছু দাবি জানায় সংগঠনটি।

/এনকে

Exit mobile version