Site icon Jamuna Television

আবু সাঈদের স্মরণে বেরোবিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:

ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স (সিএসই) বিভাগের প্রধান ইলিয়াস প্রামানিক।

এই প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজসহ রংপুর বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩১টি দল অংশ নেয়। প্রতিটি দলে ৩ জন করে সদস্য ছিল।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সিএসই বিভাগের শিক্ষার্থী রহমত আলী জানান, প্রোগ্রামার তৈরির পাশাপাশি এই প্রতিযোগিতা আবু সাঈদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করবে।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস প্রামানিক জানান, নিহত আবু সাঈদের বিশ্ববিদ্যালয়কে দেশে ও বিদেশে ব্রান্ডিং করতে এই আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ধরণের এলগারিদম ডিজাইন, প্রবলেম সলভিং, ইফিসিয়েন্সি, ইফিক্টেভিটি এনালাইসিসের মাধ্যমে প্রোগ্রামার তৈরিতে উদ্বুদ্ধ করা হবে।

/এসআইএন/আরএইচ

Exit mobile version