Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানে খেলে ভারতকে দেশে ফেরার প্রস্তাব পিসিবির

ভারতের মাটিতে গেল বছরই বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। তবে কোনো টুর্নামেন্টের আয়োজক যখন হয় পাকিস্তান, বিপত্তি বাধে তখনই। উদাহরণ সবশেষ এশিয়া কাপ। এবার আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও একই বিপত্তি তৈরি হয়েছে।

বরাবরের মত ভারতীয় দল এবারও পাকিস্তানে যাওয়ার ব্যাপারে করছে গড়িমসি। তবে অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য আধাজল খেয়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এক অদ্ভুত প্রস্তাবের কথাও। ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিশেষ এক চিঠি পাঠিয়েছে পিসিবি।

চিঠিতে তারা জানিয়েছে, পাকিস্তানে টিম ইন্ডিয়ার নিরাপত্তা একটি বড় বিষয় তাই এর সমাধানও বের করেছে তারা। পাকিস্তানে প্রতি ম্যাচ খেলার পর দিল্লি বা চণ্ডীগড়ে ফিরতে পারে টিম ইন্ডিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ভারতের ৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কথা মেন ইন ব্লুদের। ভারতের নিকটতম শহর হওয়ায় সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে।

প্রতিবেদন বলছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারাও আছেন ভারতের পক্ষে। যার ফলে চাপ বেড়েছে পিসিবির ওপর। ইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন সম্ভব নয়। বিপরীতে ঘরের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করতে অনড় রয়েছে পাকিস্তান।

/এনকে

Exit mobile version