Site icon Jamuna Television

মিরপুরে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট

ফাইল ছবি

প্রায় ১১ মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সোমবার (২১ অক্টোবর) এই মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট সিরিজের প্রথমটি। সর্বনিম্ন ১০০ টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার টিকিটের দাম প্রকাশ করেছে।

মিরপুর টেস্টে পাঁচ ধরনের টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। শেরেবাংলা স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা আছে গ্যালারির এই অংশে। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে কিনতে হবে ৩০০ টাকার টিকিট। ভিআইপি স্টান্ডে বসে দেখতে খরচ হবে ৫০০ টাকা। সবচেয়ে বেশি ১০০০ টাকা লাগবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে।

বিসিবি জানিয়েছে, টেস্ট শুরুর আগের দিন থেকে টিকিট বিক্রি হবে। টিকিট কেনা যাবে স্টেডিয়ামের ১ নম্বর ফটকের পাশের বুথ থেকে। টিকিট বিক্রি শুরু হবে রোববার সকাল ১০টা থেকে।

বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে, বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। চলতি বছর বাংলাদেশ দল দেশের মাটিতে দুটি টেস্ট খেলেছে। যার একটি সিলেটে ও অপরটি হয় চট্টগ্রামে।

/এনকে

Exit mobile version