Site icon Jamuna Television

ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি ও হাভাস পিআরের মধ্যে চুক্তি

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর। চুক্তি অনুযায়ী হাভাস পি আর জনসংযোগ পরিকল্পনা ও বিভিন্ন সমাধান দেবে ডিউ ডিজিটাল গ্লোবালকে।

সম্প্রতি ঢাকার এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এতে ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসির ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান ও হাভাস পি আরের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিউ ডিজিটালের এমডি সামিহা এহসান বলেন, হাভাস পিআর দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ প্রতিষ্ঠান। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনসংযোগ প্রচেষ্টাকে আরও উন্নত করতে পারব।

হাভাস পি আরের এমডি মাজহারুল হক চৌধুরী বলেন, ডিউ ডিজিটাল গ্লোবাল বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত।

/আরএইচ

 

Exit mobile version