Site icon Jamuna Television

ছত্তিশগড়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) দুই জওয়ান নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজ্যের নারায়ণপুর জেলার আবুজমাদ জঙ্গলে এ বিস্ফোরণ ঘটে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা জওয়ানরা হলেন: মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা অমর পানওয়ার (৩৬) ও কর্নাটকের কাডাপ্পার বাসিন্দা কে রাজেশ (৩৬)। তারা নারায়ণপুর জেলায় মোতায়েন করা ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের ৫৩ তম ব্যাটলিয়নের অন্তর্ভুক্ত ছিলেন।

কোদললিয়ার গ্রামের কাছে আবুজমাদ জঙ্গলে দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা কর্মীদের যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিল। অভিযান শেষে টহল দল ফিরে আসার সময় বিস্ফোরণটি ঘটে। এতে আইটিবিপি ও ডিআরজির চার জওয়ান আহত হয়েছেন। 

/এআই


Exit mobile version