Site icon Jamuna Television

মেসির তাণ্ডবে ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারিয়ে মায়ামির রেকর্ড

চারদিন আগে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ আবার হ্যাটট্রিক! তাও মাত্র ১১ মিনিটের মধ্যে! মেসির তাণ্ডব যেন থামছেই না!

এমএলএস’এ ইন্টার মায়ামির হয়ে নিজের ১ম হ্যাটট্রিক করলেন মেসি। এলএম১০-এর হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারিয়েছে মিয়ামি।

বিশাল জয়ে এমএলএসের ইতিহাসে নতুন রেকর্ড করেছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল প্রতিযোগিতাটির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা।

মোট ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২০২৪ মৌসুমের শীর্ষে মিয়ামি। এমএলএস-এর ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ পয়েন্ট। এর আগে, ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল নিউ ইংল্যান্ড। অর্থাৎ নিউ ইংল্যান্ডকে হারিয়েই নিউ ইংল্যান্ডের একক রেকর্ড ভেঙেছে মিয়ামি।

/এআই

Exit mobile version