Site icon Jamuna Television

সারদায় ৪০তম বিসিএস এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

ফাইল ছবি।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ পুলিশ সদর ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সারদায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছিল।

তবে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে হঠাৎ জানানো হয়, অনিবার্য কারণবশত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version