Site icon Jamuna Television

৮৫ নেতা-কর্মী নিয়ে দেশে ফিরলেন বিএনপি নেতা কয়ছর

দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরেছেন শেখ হাসিনা সরকারের সময় নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা।

রোববার (২০ অক্টোবর) ভোরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এসময় বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে হট্টগোলে জড়ান স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা; হয় হাতাহাতিও। এতে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে থাকা অন্য যাত্রীরা।

পরে নেতাকর্মীদের শান্ত করে কয়ছর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু তাদের দেশত্যাগে বাধ্য করেনি। পরিবারের উপরেও অত্যাচার-নির্যাতনের খড়গ নেমে এসেছিল। ছাত্র-জনতার হাত ধরে নতুন যে বাংলাদেশের জন্ম হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের আরও সহনশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

/এটিএম

Exit mobile version