Site icon Jamuna Television

বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। রোববার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদফতরের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, গত প্রায় ৫১ মাস ধরে অন্তত ৭৩৮ জন শিক্ষক বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০১১ সালে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯-২০ অর্থবছরে বাজেট বরাদ্দও দেয়া হয়। এরপরও ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা বন্ধ রয়েছে।

এ সময় চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও বেতন-ভাতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। তাছাড়া, দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

/আরএইচ

Exit mobile version