Site icon Jamuna Television

ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

রোববার (২০ অক্টোবর) সকালে প্রথমে শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। পড়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে আসে শিক্ষার্থীরা। এ সময় প্রধান ফটকের সামনে তাদেরকে আটকে দিলে সেখানেই বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা ৷ একপর্যায়ে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাছাড়া, চেয়ারম্যানের কার্যালয়ের কলাপসিবল গেটও ভেঙে ফেলেন তারা৷

পরীক্ষার্থীরা জানান, ঢাকা শিক্ষা বোর্ডে ৭টি পরীক্ষা হয়েছে। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র ২টি পরীক্ষা হয়েছে। পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ণ করা হয় নি। সাবজেক্ট ম্যাপিংয়ের ভুলের কারণে মার্কিংয়েও ভুল হয়েছে। ফলে অনেকে অকৃতকার্য হয়েছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।

এ সময় অবিলম্বে পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

/আরএইচ

Exit mobile version