Site icon Jamuna Television

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী চাঁদ মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহম্মেদ এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত চাঁদ আলী উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের মৃত কালু সরদারের ছেলে। আসামি চাঁদ আলী পলাতক রয়েছে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্ট্যানোগ্রাফার নাঈমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১১ সালে ৩১ জুলাই উল্লাপাড়া উপজেলায় এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পে চাঁদ আলী তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই সাজা প্রদান করেন।

/এনকে

Exit mobile version