Site icon Jamuna Television

ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পাশ করেছেন নিহত আবু সাঈদ

ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সিজিপিএ ৩ দশমিক ৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। ইংরেজী বিভাগের মেধাতালিকায় সাঈদের অবস্থান ১৪তম। রোববার (২০ অক্টোবর) এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছিলেন আবু সাঈদ। গত ১৪ অক্টোবর প্রকাশিত ফলাফলে বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রংপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাকে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

/আরএইচ

Exit mobile version