Site icon Jamuna Television

বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ

বিজিএমইএ’র নতুন প্রশাসক

ভেঙে দেয়া হলো বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক অফিস আদেশে বলা হয়, প্রশাসক আগামী ৬ মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সরকার পরিবর্তনের পর তৈরি পোশাক মালিকদের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব নিয়ে জটিলতা তৈরি হয়। সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত এই পর্ষদের বিরুদ্ধে অবস্থান নেয় অপরপক্ষ। গেল নির্বাচনে কারচুপি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোট নেয়ার অভিযোগ তোলা হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে ক্ষুব্ধরা।

রাজনৈতিক পট-পরিবর্তনের আগে বিজিএমইএর সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি। ৫ আগষ্টের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

/এনকে

Exit mobile version