Site icon Jamuna Television

সুনামগঞ্জ সীমান্তে প্রায় ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ 

সুনামগঞ্জ করেসপনন্ডেন্ট:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার ক্যাম্প কমান্ডার সুবে. আবুল বাশার আজাদ।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাবাজারের উত্তর কলাউরা সীমান্তের ১০০ গজ ভেতরে এসব অবৈধ পণ্য জব্দ করে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স।

জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৪০ হাজার ৫০০ কেজি রসুন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। ভারত থেকে আনা ১৬শ’ কেজি আপেল। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫ হাজার টাকা। ২ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ১৯শ’ কেজি চিনি। ৮০ হাজার টাকা সমমূল্যের ১শ’ কেজি বাংলাদেশি সুপারি।

তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি টাস্কফোর্সের সদস্যরা।

/এসআইএন

Exit mobile version