Site icon Jamuna Television

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

চট্রগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার গুলজার আবাসিক হোটেল থেকে লিপি আক্তার নামের (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত লিপি আক্তারের বাড়ি ভোলা চরফ্যাশন এলাকায়। 

হোটেল কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার রাতে ফরহাদ ও লিপি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠে। পরে রবিবার সন্ধ্যায় হোটেল বয় রুম চেক করতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশ জানায়,গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর থেকে ফরহাদ পলাতক রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা তদন্তের পর বলা যাবে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

/এসআইএন

Exit mobile version