Site icon Jamuna Television

ফাদার বেঞ্জামিন ডি কস্টা আর নেই

রাজধানীর স্বনামধন্য নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেনজামিন ডি কস্টা (সিএসসি) আর নেই। আজ শুক্রবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। বেনজামিন ডি কস্টা ফুসফুসের প্রদাহজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেস্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

ফাদার বেঞ্জামিন ডি কস্টা ১৯৯৮-২০১২ সাল পর্যন্ত নটরডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। নটরডেম বিশ্ববিদ্যালয় হবার পর এর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version