Site icon Jamuna Television

মহাজোট থেকে সন্তোষজনক আসন পাবো: জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, মহাজোটের আসন বন্টন নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনা আরো চলবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে।

স্বল্প সময়ের মধ্যেই মহাজোটর প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলেও তিনি জানান।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনে নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ফেনী জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা জাতীয় পার্টি সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীর শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার। এছাড়া ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, ফেনী জেলার নেতা মিজান শাহ আলম, মোতাহার হোসেন চৌধুরী রাশেদ, ইকবাল আলমগীর, আজিজুর রসুল মিলন, মজিবুর রহমান বাবুল, আবু সুফিয়ান, এড. রেজাউল হক রবি, আলমগীর হোসেন ভূইয়া।

Exit mobile version