Site icon Jamuna Television

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড 

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল এ রায় দেয়া হয়। ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি এই ঘুষ নিয়েছিলেন। এই ঘুষ গ্রহণের দায়ে তাকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী তলেদো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় তলেদো ক্রমাগত তার বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

/এআই

Exit mobile version