Site icon Jamuna Television

জেলে বছরে ৪০ লাখ রুপি খরচ করেন লরেন্স বিষ্ণোই

সম্প্রতি বন্দুকধারীদের গুলিতে মারা গেছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিক। ভারতীয় সংবাদমাদ্ধমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো, বাবা সিদ্দিকের হত্যায় গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন দাবি করেছে যে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এরপর বাবা সিদ্দিক হত্যার দায় স্বীকার করে আলোচনায় এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

জেলে থেকেই যাতে লরেন্স আরামে জীবন যাপন করতে পারেন তাই বিশেষ ব্যবস্থা করেছে বিষ্ণোই পরিবার। বছরে তার জন্য ৩৫-৪০ লাখ রুপি খরচ করা হয় বলে দাবি করেছেন গ্যাংস্টারের ৫০ বছর বয়সী এক আত্মীয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রমেশ বিষ্ণোই নামে লরেন্স বিষ্ণোইয়ের ওই আত্মীয় ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, গ্যাংস্টার জেলে থাকায় তার দেখাশোনা করতে বছরে ৩৫-৪০ লাখ রুপি খরচ করে তার পরিবার।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করা ৩১ বছরের লরেন্স একজন দাগী আসামি। তিনি ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন এবং একাধিক মামলায় রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এবং জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে তদন্ত করছে। 

/এআই

Exit mobile version