Site icon Jamuna Television

ট্রাম্পকে সমর্থন দিতে হাজির রেসলিং তারকা হাল্ক হোগান

সবশেষ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডাব্লিউডাব্লিউই) ডোনাল্ড ট্রাম্প-কে দেখা গিয়েছিলো প্রায় এক দশকেরও বেশি সময় আগে। সেই সময়ে তিনি বিশেষ অতিথি হিসেবে গিয়েছেন। তখন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের রেসলারদের সাথে ট্রাম্পের ভালোই বন্ধুত্ব হয়। এরপর বহু বছর চলে গিয়েছে। ট্রাম্পকে আর দেখা যায়নি রেসলারদের সাথে।

যেহেতু, আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ছেন ট্রাম্প; তাই, ডাব্লিউডাব্লিউই-এর রেসলাররা প্রকাশ্যে এসেছেন ট্রাম্পকে তাদের সমর্থন দিতে।

সম্প্রতি, রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে এসে হাজির ডব্লিউডিব্লিউিই তারকা টেরি বোলিয়া ওরফে হাল্ক হোগান। মঞ্চে এসেই নিজের পরা টি-শার্ট পোশাকটি ছিঁড়ে ফেলেন। ভেতরে পরা ছিল আরেকটি লাল রঙের টি-শার্ট। সেই টি-শার্টে লিখা, ‘ট্রাম্পম্যানিয়া’!

উল্লেখ্য, হাল্ক হোগান রেসলার হিসেবে দুনিয়ায় বেশ পরিচিত মুখ। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলে বিবেচিত।

/এআই

সূত্র: বিবিসি নিউজ

Exit mobile version