Site icon Jamuna Television

২২টি নকল ওয়েবসাইট চালাতেন এনামুল, দাবি র‌্যাবের

রাজধানীর দক্ষিণখান থেকে নিখোঁজ দক্ষিণ কোরিয়া প্রবাসী পিএইচডি গবেষক এনামুল হককে আটক করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উংই এর পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে দেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের ২২টি নকল সাইট পরিচালনা করতেন। বেশিরভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা সাইটে প্রচার করতেন তিনি।

২১ নভেম্বর রাতে আশকোনার একটি বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার পর এনামুলে নিখোঁজ হন।

Exit mobile version