Site icon Jamuna Television

পিএসসির সচিবকে ওএসডি, নতুন সচিব নিয়োগ

ফাইল ছবি।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করেছে সরকার। পাশাপাশি অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ সারোয়ার জাহান ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে পিএসসির সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, পিএসসির নতুন সচিব মুহাম্মদ সারোয়ার জাহান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

/আরএইচ

Exit mobile version