Site icon Jamuna Television

প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক

প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এমন একটি সময়ে তারা বৈঠক করলেন যখন রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।

এদিকে, আজ মঙ্গলবার বঙ্গভবনসহ রাজধানীর বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন প্লাটফর্ম এই কর্মসূচি পালন করে। এ সময় রাষ্ট্রপতিকে পদত্যাগে আল্টিমেটামও দেয়া হয়। তাছাড়া, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাষ্ট্রপতির কুশ পুত্তলিকাও দাহ করা হয়।

/আরএইচ

Exit mobile version