Site icon Jamuna Television

কুকুর তাড়াতে গিয়ে হোটেলের তিন তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ভারতের হায়দরাবাদের একটি হোটেলে চলছিলো বার্থডে পার্টি। এক পর্যায়ে, হোটেলের বারান্দায় কুকুরকে ধাওয়া করে পেছনে পেছনে ছুটছিলেন পার্টিতে আসা এক যুবক। এরপর জানালা দিয়ে উঁকি দিতে গিয়ে তিন তলা থেকে পড়লেন এক তলায়। সেখানেই মৃত্যু হলো যুবকের। মঙ্গলবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উদয় কুমার। তার বয়স ২৩ বছর। চন্দনগর এলাকার একটি হোটেলে বন্ধুর জন্মদিন উপলক্ষে গিয়েছিলেন যুবক। হোটেলের তিন তলায় চলছিল জন্মদিনের আসর।

গোটা ঘটনা ধরা পড়েছে বারান্দায় বসানো সিসি ক্যামেরায়। ভিডিওতে দেখা গিয়েছে, বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কুকুরটিকে ধাওয়া করে পেছনে পেছনে ছুটছিলেন যুবক।

এরপর ভিডিওতে দেখা যায়, বারান্দার এক প্রান্তে যে জানালা রয়েছে, তার পাল্লা খুলে উঁকি দিচ্ছেন যুবক। তার পরেই ভারসাম্য ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি। 

/এআই

Exit mobile version