Site icon Jamuna Television

নারী টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে এবার ভারত সফরে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের আহমেদাবাদে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল। ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য সোফি ডিভাইনের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা।

নারী টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে এবার ভারত সফরে নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে শুরু থেকেই নিজেদের দাপট দেখিয়েছিলো কিউইরা। প্রথম ম্যাচে এই নিউজিল্যান্ডের কাছেই পরাজিত হয়েছিল ভারত।

এবার, আরও একবার ঘরের মাঠে তাদের মুখোমুখি হওয়ার পালা। আগামী ২৪ অক্টোবর থেকে সিরিজ শুরু হয়ে শেষ হবে ২৯ অক্টোবর। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, আমদাবাদে যে ৩টি ওয়ানডে খেলা হবে; তা নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। নিউজিল্যান্ড বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে। শীর্ষ ৫টি দল এবং আয়োজক ভারত পরের বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে।

/এআই

Exit mobile version