Site icon Jamuna Television

স্কুলে আনা-নেয়ার পথে শিশুকে ধর্ষণ করতেন গাড়িচালক, ২০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি।

ভারতের দিল্লিতে স্কুলে আনা-নেয়ার পথে সাড়ে তিন বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ করেছেন গাড়িচালক। এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ওই আসামিকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে, ধর্ষণের ঘটনাটি ঘটে। সেই সময়, শিশুটির বয়স ছিল সাড়ে তিন বছর। আসামি পেশায় গাড়িচালক। ওই শিশুকে স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল থেকে বাড়ি পৌঁছে দিতেন। পরিবারের বিশ্বস্ত-ও ছিলেন তিনি। ২০১৮ সালের আগস্ট ও অক্টোবরের মধ্যে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে গাড়িচালকের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে গাড়িচালককে গ্রেপ্তার করেছিল পুলিশ। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি চলছিল। সম্প্রতি ওই মামলায় সাজা ঘোষণা করেছেন বিচারক বলবিন্দর সিংহ।

আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তের প্রতি সহানুভূতির কোনো জায়গা নেই। কারণ- ২০১৮ সালে তিনি বিবাহিত ছিলেন। সবকিছু জেনে সুস্থ মস্তিষ্কে এমন ন্যক্কারজনক কাজ করেছেন।

/এআই

Exit mobile version